Search

61
September 24, 2015
News Source: The Guardian Governments, civil society, corporations, farmers and grassroots organisations must co-operate to avoid the dangers ahead Growing an economy is very thirsty business. We need to double food production – but we’re already using an average 70% of the world’s fresh water for agriculture. Meanwhile industrialised countries – the US in particular […]
62
September 15, 2015
By Sarah Murray, Financial Times reporter Some 5,000 people living on low-incomes in poor housing in the Ghanaian city of Kumasi have been given better access to toilet facilities thanks to a project that uses an innovative business model. More than 1,000 toilets have been provided to residents under the scheme, designed by Ideo.org, a […]
63
September 10, 2015
News Source: Statejournal.com Water is life. Every living thing on this earth needs access to clean water to survive. It’s our most precious resource. The 2030 Water Resources Group has predicted that water demand will exceed supply by 40 percent in 15 more years. We are very fortunate to live in a state with a […]
64
August 10, 2015
News Source:  The Independent The recipe is changing for the food industry. Processed food sales are under pressure in America where consumers are seeking out healthier alternatives. For gluten-free or organic goods they are turning to new brands and smaller producers they think they can trust. It leaves companies like Nestlé, the world’s largest food company […]
65
July 12, 2015
News Source: El Comercio De cada S/.10 que se producen en el Perú, S/.8 son de zonas donde el agua es escasa, apuntó el consultor Gonzalo Delacámara El modelo económico basado en el uso intensivo del agua es visto como poco sostenible en el tiempo. Más aun si trata de zonas donde el recurso es […]
66
June 17, 2015
News Source: The Construction Index (UK) Dutch ministers have signed an agreement focused on the protection of Bangladesh against flooding and on improving sanitation and drinking water supply. In addition, the Netherlands and Bangladesh will join forces in the fields of land reclamation and port development. The agreement signed by ministers Lilianne Ploumen (foreign trade and development cooperation) […]
67
June 17, 2015
3 articles from Bangladesh Newspapers (Language Bengali) News source: Janakantha Bangladesh WB has joined with Delta plan : MoU signed ডেল্টা প্ল্যানে যুক্ত হলো বিশ্বব্যাংক ॥ সমঝোতা চুক্তি সই তারিখ: ১৭/০৬/২০১৫ •নদীভাঙ্গন রোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে ॥ অর্থমন্ত্রী অর্থনৈতিক রিপোর্টার ॥ পানি সম্পদ নিয়ে ১০০ বছরের পরিকল্পনা (ডেল্টা প্ল্যান) বাস্তবায়নে যুক্ত হলো বিশ্বব্যাংক। এ লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে সংস্থাটি দীর্ঘমেয়াদী এ পরিকল্পনা তৈরি এবং পরবর্তীতে বাস্তবায়ন পর্যায়ে সহযোগিতা প্রদান করবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে কার্যকর হবে এবং তিন বছর মেয়াদে থাকবে। তবে স্বাক্ষরকারী কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে পরবর্তীতে এর কার্যক্রম বাড়ানো যাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে নদীর তীরের ভূমি উদ্ধার, রক্ষা এবং কার্যকর ব্যবহার সংক্রান্ত একটি সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নেদারল্যান্ডসের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী লিলিয়েন পলিউমেন, বিশ্বব্যাংকের পক্ষে প্রোগ্রাম লিডার লিয়া সির্গাট এবং বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএসসি ২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপের নির্বাহী পরিচালক এ্যান্ডারস ব্যারেনটেল নিজ নিজ দেশ ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পরিকল্পনা তৈরির বিষয়টি এখন কোন পর্যায়ে রয়েছে এবং এর আনুষঙ্গিক বিভিন্ন দিক তুলে ধরেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। বক্তব্য রাখেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও বিশ্বব্যাংক উইংয়ের প্রধান কাজী শফিকুল আযম। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ সফিকুল আযমসহ নেদারল্যান্ডস, বিশ্বব্যাংক ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নদী ভাঙ্গনের কারণে দেশে প্রতিবছর প্রচুর জমি নষ্ট হচ্ছে। এ দুর্যোগ যাতে কমে যায় সে বিষয়ে পরিকল্পনায় ব্যবস্থা নিতে হবে। স্বাদু পানির ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্যতা রক্ষা করতে হবে। কেননা এখন দেখা যাচ্ছে স্বাদু পানি পান করা ও কৃষি কাজে ব্যবহারসহ নানা ধরনের অপব্যবহার হচ্ছে। লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, এ বিষয়ে গত কয়েক বছরে খাপ খাইয়ে নেয়া সংক্রান্ত কার্যক্রমে অগ্রগতি হয়েছে। যেমন লবণাক্ত সহনীয় ধান আবিষ্কার ইত্যাদি। তিনি আরও বলেন, এই বদ্বীপকে পূর্ণ কার্যকর করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের পানি সম্পদ নিয়ে ১০০ বছর মেয়াদী পরিকল্পনার কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ শীর্ষক এ পরিকল্পনা তৈরিতে সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস। এ জন্য ইতোমধ্যেই দুই দেশের মধ্যে চুক্তির আওতায় নেদারল্যান্ডস এ পরিকল্পনা তৈরির জন্য ৪৭ কোটি ৪৭ লাখ টাকা অনুদান দিচ্ছে। সরকার সাম্প্রতিক কয়েক দশকে পানি সম্পদ, কৃষি, ভূমি ব্যবহার, মৎস্য ও বনসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা, নীতি, কর্মসূচী ও প্রকল্প গ্রহণ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান, ইন্টিগ্রেটেড কোস্টাল ম্যানেজমেন্ট প্ল্যান, হাওর মাস্টার প্ল্যান, এগ্রিকালচার মাস্টার প্ল্যান ফর সাউদার্ন রিজিওন এবং জাতীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি। এ পরিকল্পনাগুলো কাক্সিক্ষত হারে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে পারছে না। একক পরিকল্পনা বাস্তবায়নে দ্বৈততার সৃষ্টি হয়ে সম্পদের অপচয় হচ্ছে। সে কারণেই ৫০ থেকে ১০০ বছর মেয়াদী একটি সমন্বিত পরিকল্পনা করা হচ্ছে। তাছাড়া দেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই সঙ্গে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ইস্যুসমূহ যথাযথভাবে বিবেচনা করে দীর্ঘমেয়াদী এ পরিকল্পনা গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে। ড. শামসুল আলম মূল প্রবন্ধ উপস্থাপন করার সময় বলেন, পানি সম্পদ, ভূমি, কৃষি, […]
68
June 17, 2015
News Source: Bandudeltas Bangladesh  The government of Bangladesh signed an agreement on 16 June 2015 with the Netherlands and the World Bank Group including its private sector arm, International Finance Corporation (IFC) with the 2030 Water Resources Group to strengthen management of the Bangladesh Delta, Asia’s largest and the world’s most populated delta. The partnership […]
69
June 17, 2015
News source: News Today Bangladesh The government signed an agreement Tuesday with the Netherlands and the World Bank Group including its private sector arm, International Finance Corporation (IFC) with the 2030 Water Resources Group to strengthen management of the Bangladesh Delta, Asia’s largest and the world’s most populated delta, reports BSS. The Memorandum of Understanding […]
70
June 17, 2015
News Source: United News of Bangladesh Dhaka, June 16 (UNB) – The government signed a Memorandum of Understanding (MoU) on Tuesday with the Netherlands and the World Bank Group, specifically its private sector arm, the International Finance Corporation (IFC) that partners the 2030 Water Resources Group, to strengthen management of the Bangladesh Delta, Asia’s largest […]
Page 7 of 10